ময়মনসিংহ: ময়মনসিংহে দলীয় মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের জেরে জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক জসিম উদ্দিনের সাংগঠনিক কার্যক্রম ও সদস্য পদ (রুকনিয়াত) স্থগিত করা হয়েছে। এ নিয়ে সংগঠনটির ভেতরে-বাইরে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত শনিবার ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী পরিবর্তন করে জেলার সাবেক আমির অধ্যাপক জসিম উদ্দিনের সমর্থনে ‘ফুলবাড়িয়া ঐক্যবদ্ধ জনতা’র ব্যানারে একটি বিক্ষোভ মিছিল হয়। মূলত এ ঘটনার জের ধরেই জসিম উদ্দিনের পদ স্থগিত করা হয়। দলীয় সূত্র জানায়, বিগত সময়ে ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে দলীয় মনোনয়ন নিয়ে দুইবার নির্বাচনে অংশ নেন জসিম উদ্দিন। ওই সময় বারবার কারাবরণ ও অসংখ্য মামলার আসামি হন তিনি। তবে বর্তমান...