কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী।মঙ্গলবার মধ্যরাতে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নিমাইকান্দি এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ১৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।আটককৃত মাদক ব্যবসায়ী শিল্পী আক্তার (৩৮) হোমনা উপজেলার মনিপুর গ্রামের নজরুল ইসলাম প্রকাশে নুর ইসলামের স্ত্রী। বর্তমানে মুরাদনগরের নিমাইকান্দি এলাকায় বসবাস করতেন।জানা যায়, মুরাদনগর উপজেলার নিমাইকান্দি এলাকায় সরকারি হাসপাতালের পেছনে মঙ্গলবার মধ্যরাতে মাদক উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী অভিযান চালায়। এসময় শিল্পী আক্তারকে ১৯৫০ পিস ইয়াবা সহ আটক করা হয়।মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুর রহমান বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবা...