তার দাবি, ভাইরাল হওয়া ছবিটি আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের। এটি দুবাইয়ের কোনো একটি রিসোর্টে হবে বলে ধারণা করেছেন গোলাম মাওলা রনি। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর থেকে পলাতক শামীম ওসমান ও তার পরিবার। তার বিরুদ্ধে টাকা পাচারের অভিযোগ আছে। ইতোমধ্যে তার নামে থাকা পূর্বাচলের প্লট ও উত্তরায় ৯ কাঠা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে শামীম ওসমান ও তার পরিবারের নামে থাকা ২৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। আসলে হাজার হাজার কোটি টাকা শামীম ওসমান নিয়েছেন কি না, সেটি রাষ্ট্রীয় তদন্ত সংস্থার বিষয় জানিয়ে গোলাম মাওলা রনি তার ইউটিউব চ্যানেলে বলেন, ‘শামীম ওসমান আওয়ামী লীগের রাজনীতিতে কতটা গুরুত্বপূর্ণ ছিলেন, এটা আওয়ামী লীগের লোকজন খুব ভালো জানেন। তিনি অসাধারণ বক্তব্য...