জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে বিএনপি আলোচনার টেবিলে সমাধানের ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যদি আলোচনার মাধ্যমেই সমাধান আসে, তাহলে যেকোনো অসাংবিধানিক প্রক্রিয়া ঠেকানো যাবে। আগামী নির্বাচনকে যদি অনিশ্চিত করা হয় বা বিলম্বিত করা হয়, তাহলে তার সুবিধা নেবে ফ্যাসিবাদী বা অসাংবিধানিক শক্তি। এর পরিণতি জাতি অতীতে অনেকবার ভোগ করেছে এবং এমন পরিণতি আমরা আবার চাই না। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় এক বছর ধরে চলা অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে সাংবিধানিক নিয়মেই এই সরকার গঠিত হয়েছে। সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতির রেফারেন্সের ভিত্তিতে যে মতামত দিয়েছে, তা কি অকার্যকর হয়ে গেছে? কিন্তু এখন...