সাতক্ষীরার এক ছোট্ট গ্রাম কাজি মহল্লা, দেবহাটার সখিপুর ইউনিয়ন। এখানেই জন্ম রাসেল গাজির। বাবা নুর হোসেন গাজি, মা শেফালি বেগম। শৈশবটা তার কেটেছে অন্য দশজনের মতো নয়, রাষ্ট্রীয় অভিভাবকত্বে, সাতক্ষীরা সরকারি শিশু পরিবারে। জীবনের প্রথম সংগ্রাম শুরু হয়েছিলো সেখানেই। শিশু পরিবারে বেড়ে ওঠা এই ছেলেটি কখনও কল্পনাও করেনি একদিন জাতীয় পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করার মতো জায়গায় দাঁড়াবে। অষ্টম শ্রেণিতে পড়ার সময় রাগবি খেলার প্রতি তার আগ্রহ জন্মায়। মাঠে ছোটাছুটি করা, শক্তি আর স্পিডের খেলা তাকে টেনে নেয়। কোচ আল ইমরান ছিলেন অনুপ্রেরণার মূল মানুষ। নিয়মিত সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে অনুশীলন করতেন রাসেল। একসময় জায়গা পান জেলা দলে। সেখানেই শুরু হয় তার সাফল্যের গল্প। শুধু খেলোয়াড় হিসেবেই নয়, দায়িত্ব পান দলের ক্যাম্পেইনের। তার নেতৃত্বেই সর্বশেষ জাতীয় রাগবি প্রতিযোগিতায় সাতক্ষীরা জেলা দল রানার্সআপ...