এক মাস কিংবা দুই মাস নয়, প্রতি মাসে কর্মস্থলে অনুপস্থিত থেকে সরকারি বেতন-ভাতা এবং সব সুবিধা ভোগ করছেন বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মকর্তা-কর্মচারীরা। মাসের শেষে গিয়ে হাজিরা খাতায় সাক্ষর দিয়ে নিয়ে নিচ্ছে পুরো মাসের বেতন ভাতা। আর দায়িত্বরত কর্মকর্তরা পরিদর্শনে না গিয়ে নিচ্ছেন ভ্রমন ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা এমন অভিযোগ স্থানীয়দের। তবে কর্মকর্তাদের অনুপস্থিতের কারণে দির্ঘদীন থেকে টংকাবতী ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ওষুধ ও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠী। এদিকে দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ঝোপঝাড়ে পরিণত হয়েছে বান্দরবানের সদর উপজেলার টংকাবতী স্বাস্থ্য ও পরিবান কল্যাণ কেন্দ্র। এলাকাবাসীরাও বলতে পারছে না ঠিক কখন এটি সর্বশেষ খোলা হয়েছিল। এই কেন্দ্র দেখার যেনো কোন কর্তৃপক্ষই নাই। তাছাড়াও দায়িত্বরত উর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনে না গিয়েই নিচ্ছে ভ্রমন...