আদি শ্রীলক্ষ্মী বস্ত্রালয়ের স্বত্বাধিকারী সুভাষ দেবনাথ জানান, পূজা উপলক্ষে তাদের দোকানে এসেছে নানারকম নতুন কালেকশন। রয়েছে পশমিনা শাড়ি, রাজভোগ শাড়ি, রাজরানী শাড়ি, মধুরানী শাড়ি, মসলিন, হাফ সিল্ক, পিউর সিল্ক, কাতান ও ঐতিহ্যবাহী ঢাকাইয়া জামদানী। শাড়ির পাশাপাশি গ্রাহকদের জন্য রয়েছে বৈচিত্র্যময় মানসম্মত কাপড়ের সমাহারও। দোকানগুলোতে ঘুরে দেখা যায়, নতুন পোশাকের বাহারে খুশির আমেজ ছড়িয়ে পড়েছে সবার মাঝে। কেউ শাড়ি বেছে নিচ্ছেন, কেউ আবার পরিবারের সদস্যদের জন্য সেলাই করা কাপড় খুঁজছেন। পূজার সাজে নিজেকে রঙিন করে তুলতে সবার চোখে-মুখে লেগে আছে এক ধরনের আনন্দচ্ছটা। শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে এভাবেই প্রাণ ফিরে পেয়েছে শ্রীমঙ্গলের কাপড়ের বাজার। ব্যবসায়ীরা যেমন বিক্রিবাটায় সন্তুষ্ট, তেমনি ক্রেতারাও খুঁজে পাচ্ছেন উৎসবের আনন্দের এক অনন্য রূপ। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত।...