সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পটুয়াখালীর দুমকি উপজেলার বিভিন্ন মন্দিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছে কারিগররা। পূজা আয়োজকদের নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ব্যস্ত সময় কাটাতে দেখা যাচ্ছে। বরাবরের ন্যায় এবারও সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের প্রধান উৎসব শারদীয় দুর্গোৎসব পালনের জন্য উপজেলার ৫টি ইউনিয়নে ৯টা মন্দিরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা।সরেজমিনে ঘুরে দেখা যায়, সকল মন্দিরেই প্রতিমা তৈরির কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ইতিমধ্যে মন্দিরে প্রতিমা তৈরিতে মাটির কাজ নিয়ে চলছে মহা কর্মযজ্ঞ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে প্রতিমার নিক্ষুত ফিনিশিং কাজ। কোন মন্দিরের প্রতিমা শুকানো শেষ হয়েছে। আবার কোন মন্ডপে প্রতিমায় রংয়ের কাজ শুরু হয়েছে। এছাড়াও তোরন নির্মাণ, প্যান্ডেল তৈরি, সাউন্ড ও আলোকসজ্জার কাজ চলছে পুরোদমে। দুমকি উপজেলা প্রশাসন সূত্রে জানা...