১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০১ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০১ পিএম কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে বেড়েছে মানবপাচার। মানবপাচার বন্ধে সবসময় সক্রিয় আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ১২ জন মানব পাচারকারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শাহপীরদ্বীপ উপকূল ও মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান। বিজিবি সূত্রে জানা যায়—সম্প্রতি টেকনাফ সীমান্ত দিয়ে সাগরপথে মানব পাচারের তৎপরতা বেড়েছে। এ সময় মানব পাচারের চেষ্টাকালে ১২ জনকে আটক করা হয়। বেশ কিছুদিন ধরে সংঘবদ্ধ কয়েকটি চক্র মিয়ানমার থেকে বাংলাদেশ হয়ে সমুদ্রপথে মালয়েশিয়া পর্যন্ত মানব পাচারের সাথে জড়িত। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় এসব চক্র টেকনাফসহ সীমান্তবর্তী এলাকায় সক্রিয় হয়ে...