১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৪ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৪ পিএম আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন সামনে রেখে এক সাধারণ সম্পাদক প্রার্থী তার জমা দেয়া মনোনয়নপত্রের 'সর্বশেষ অবস্থা' জানতে চেয়ে সংবাদ সম্মেলন করেছেন। গত ১৬ সেপ্টেম্বর সব প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হলেও তাকে প্রতীক বরাদ্দ দেয়া হয়নি। তার মনোনয়নপত্রটি বৈধ হয়েছে নাকি অবৈধ হয়েছে এটাও জানানো হয়নি। এ বিষয়ে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ চেয়েছেন। ভুক্তভোগী ওই প্রার্থীর নাম মো: ওমর ফারুক। তিনি জেলা বিএনপির সদস্য। এছাড়াও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের চরশলাকিয়া এলাকায় তার ব্যক্তিগত চেম্বারে সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো: ওমর ফারুক অভিযোগ করে বলেন,...