লক্ষ্মীপুর শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে বাহার উদ্দিন তাকে মামলায় জাড়ানোর প্রতিবাদ করেন। লক্ষ্মীপুর শহরের বাসিন্দা বাহার উদ্দিন ভেন্ডার অভিযোগ করেছেন, ‘‘উদ্দেশ্যপ্রণোদিত হয়ে আমার পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় জড়ানো এবং অপপ্রচার চালানো হচ্ছে।’’ তিনি এর প্রতিবাদ করেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এ সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। বাহার উদ্দিন লক্ষ্মীপুর পৌর শহরের উত্তর তেমুহনী এলাকায় বাসিন্দা।আরো পড়ুন:বরিশালে বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার ৭ধুনটে প্রবাসী নারীকে ধর্ষণ, প্রেমিক কারাগারে সংবাদ সম্মেলনে বাহার উদ্দিন বলেন, ‘‘গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় পৌর শহরের উত্তর তেমুহনী এলাকায় আমার আত্মীয় আমির হোসেন ভেন্ডার সন্ত্রাসী হামলার শিকার হন। তাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। হামলার সময় উপস্থিত জনগণ দেখেছে, কে তাকে হামলা করেছেন।’’...