নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিতর্কিত মার্চেন্ট ব্যাংক শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড-এর লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) অনুষ্ঠিত ৯৭৩তম কমিশন সভায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়। এর মাধ্যমে শেয়ারবাজারে স্বচ্ছতা আনতে নিয়ন্ত্রক সংস্থা আরও একবার তাদের কঠোর মনোভাবের বার্তা দিল। বিএসইসির তদন্তে জানা যায়, একমি পেস্টিসাইডস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করার সময় শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট ব্যাপক জালিয়াতি ও অনিয়ম করেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, টাকা ছাড়াই কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রি-আইপিও প্লেসমেন্ট শেয়ার বরাদ্দ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রসপেক্টাসে মিথ্যা তথ্য ও হিসাব কারসাজির মতো গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে। কমিশন বলছে, একজন ইস্যু ম্যানেজার হিসেবে শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল এসব তথ্য সঠিকভাবে যাচাই করা। কিন্তু তারা...