নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন। অধিবেশনে তিনি ২৬ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেবেন। ড. ইউনূসের সফরসঙ্গী হিসেবে থাকছেন চারটি রাজনৈতিক দলের প্রতিনিধি, যারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনপূর্ব আলোচনা প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তারা হলেন: হুমায়ুন কবির – বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের – নায়েবে আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী আখতার হোসাইন – আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই তথ্য নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে প্রস্তুতির চিত্র পররাষ্ট্র উপদেষ্টা জানান, বিশ্ববাসীর সামনে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের ইতিবাচক বার্তা পৌঁছে দিতে এই সফর...