বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে বরাদ্দপ্রাপ্ত অর্থের অংশ হিসেবে মৌলভীবাজার জেলায় নিবন্ধিত ৫৪টি সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে এককালীন মোট ১৫ লাখ ৪৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক (ভারপ্রাপ্ত জেলা প্রশাসক) মোছা. শাহিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক...