বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রাঙামাটি জেলা সমন্বিত কার্যালয় থেকে দুদকের উপ-পরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে দুদক টিম জেলা পরিষদের বিভিন্ন নথি, ফাইল ও হাজিরা খতিয়ে দেখে। জেলা পরিষদের সদস্য প্রতুল দেওয়ান ও প্রশাসনিক কর্মকর্তা মনোতোষ চাকমার উপস্থিতিতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া এবং কাজের অগ্রগতি বিষয়ে কৈফিয়ত চাওয়া হয়। হাজিরা খতিয়ে দেখার সময় অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী অফিসে অনুপস্থিত ছিলেন। যারা দেরিতে উপস্থিত হয়েছিলেন, তাদের কাছ থেকেও ব্যাখ্যা তলব করা হয়। পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে দুদকের উপ-পরিচালক মো. জাহিদ কালাম বলেন,“হেড অফিসের নির্দেশে আমরা এ অভিযান পরিচালনা করেছি। টেন্ডারবাজি, ঘুষ গ্রহণ, ঠিকাদারের বিল আটকে চাঁদা আদায় এবং অফিসে অনুপস্থিতিসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে...