শেখ হাসিনা তরুনদের শরীরে ফ্যাসিবাদ বিরোধী ভ্যাকসিন দিয়ে গেছেন, যা তাদের শরীরে আর ফ্যাসিবাদ জন্ম দিতে দিবে না বলে মন্তব্য করেছেন প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জনাব ফারুক ওয়াসিফ। বুধবার (১৭ সেপ্টেম্বর) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (যবিপ্রবিসাস) এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী ও অষ্টম বর্ষে পর্দাপন উপলক্ষে অনুষ্ঠানিত "গণমাধ্যমের সীমানা ও ফিফট স্টেটের জগৎ" শীর্ষক আলোচনা সভায় মুখ্য আলোচকের বক্তব্যে এ কথা বলেন তিনি।এ সময় তিনি আরো বলেন, শিকারী সাংবাদিক ও ন্যারেটিভ দাড় করানো গণমাধ্যমই ফ্যাসিস্ট জন্ম দিতে সাহায্য করেন। তাই তরুনদের আরো বেশি সচেতনতার সহিত ফ্যাক্ট চেক করে সাংবাদিকতা করতে হবে।কেক কাটা, আনন্দ শোভাযাত্রা এবং আলোচনা সভার মাধ্যমে পালিত হওয়া এ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আব্দুল মজিদ। এ সময়...