বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য কাজী আলাউদ্দিন বলেছেন, ‘জামায়াতে ইসলামি একটি বেঈমানের দল। এদের কথা ও কাজের মধ্যে কোনো মিল নেই। এক সময় তারা বলতো নারী নেতৃত্ব হারাম, আবার এখন বলছে নারীদের নিয়েই তারা কাজ করতে চায়। এদের কথাবার্তা ও কাজকর্ম সবই মুনাফেকি।’ বুধবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় সাতক্ষীরার শ্যামনগরের শ্রীফলকাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। কাজী আলাউদ্দিন বলেন, ‘নারী নেতৃত্ব হারাম বলার পরও ১৯৯১ সালের নির্বাচনে জামায়াত বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে তিনটি নারী আসন চেয়ে নিয়েছিল। অথচ ১৯৯৬ সালের নির্বাচনে তারা আওয়ামী লীগের সঙ্গে জোট করে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছিল। যদি জামায়াত সে সময় আওয়ামী লীগের সাথে না যেত, তাহলে তাদের অবস্থা হতো মুসলিম লীগের মতো।’ তিনি বলেন, ‘জামায়াত...