বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেছেন, "আমরা চাই আগামীর বাংলাদেশ সুন্দর, রুচিশীল, মানবিক দেশ গড়ে উঠুক।" তিনি বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে উপজেলার বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে সাটুরিয়ায় উপজেলা প্রশাসন কাপ ২০২৫ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় আফরোজা খানম রিতা আরও বলেন, "বিগত ১৭ বছরে সমাজটাই নষ্ট হয়ে গিয়েছিল। মানুষকে দুর্নীতিবাজ হয়ে উঠতে দেখা গেছে। আমরা সুভাগ্যবান যে বর্তমানে জেলা প্রশাসকসহ সকল কর্মকর্তা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা মানিকগঞ্জ নিয়ে চিন্তা করে কাজ করে যাচ্ছেন। আজকের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হলো। এত দর্শক এক মাঠে এসে ফুটবল ম্যাচটি উপভোগ করেছেন। আমি সকল খেলোয়াড়সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।" উদ্বোধন অনুষ্ঠানে মানিকগঞ্জের...