অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর আদাবর ও মোহাম্মদপুর থানার বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রপলিটন পুলিশ (ডিএমপি)। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান। ডিএমপির তেজগাঁও বিভাগের আদাবর ও মোহাম্মদপুর এ অভিযান চালায় বলেও জানান তিনি। আদাবর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- শহিদুজ্জামান ওয়ারেসি সুজন (৪৬), ওসমান গনি (২৪), আবু বক্কর সজীব (২২), মো. ওলি খান (২১) ও অনিক আহম্মেদ (২৯) । মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন– মোরশেদা আক্তার (৩৮), মুন্না ইসলাম (২৩), আদনান হোসেন...