বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (বিএসআইএ) একটি প্রতিনিধিদল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সঙ্গে বৈঠক করেন। আজ বুধবার বৈঠককালে তারা সেমিকন্ডাক্টর খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএসআইএ সভাপতি এম এ জব্বারের নেতৃত্বে প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন সংস্থাটির পরিচালক কামরুল আহসান দেওয়ানজি ও আশিকুর রহমান তানিম। এ সময় বিডার বিজনেস ডেভেলপমেন্ট প্রধান নাহিয়ান রহমান রোচি এবং অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার জোহারি বিন আখতার উপস্থিত ছিলেন। বৈঠকে বিএসআইএর পক্ষ থেকে বিডার নির্বাহী চেয়ারম্যানের হাতে একটি লিখিত প্রস্তাবনা তুলে দেওয়া হয়। এতে জাপান, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও যুক্তরাষ্ট্রের মতো শীর্ষ সেমিকন্ডাক্টর দেশগুলোতে রোডশো আয়োজন, প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগে উৎসাহ দিতে নীতি কাঠামো ও প্রণোদনা চালু এবং সেমিকন্ডাক্টর টাস্কফোর্সের সুপারিশ বাস্তবায়নের বিষয়গুলো...