প্রবাদ আছে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। আর যার দৃঢ় মনোবল,আত্মপ্রত্যয়,আত্মবিশ্বাস প্রচণ্ড ইচ্ছাশক্তি আছে যার, সে জীবনে কোনদিনই বেকার বা জীবনে কষ্ট করেনা। তার জ্বলন্ত প্রমাণ পলাশের শহিদুল ইসলাম মাসুম। যার কর্ম ধৈর্য ও পরিশ্রম অনেকের প্রেরণার যুগিয়েছে। প্রতিবন্ধী হয়েও জীবন সংগ্রামে থেমে নেই তিনি। বাক প্রতিবন্ধী শহিদুল ইসলাম মাসুম (৩৭) প্রতিবন্ধী ভাতা পেলেও তার উপর ভরসা না করে তিনি ল্যাপটপ ও ডেক্সটপের হার্ডওয়ারের সার্ভিসিং এর কাজ করছেন। আর এতে তিনি সফলতার মুখ দেখেছেন। জন্ম হতেই তিনি বাক প্রতিবন্ধী তবুও তার পরিশ্রম তাকে স্বাবলম্বী কর তুলেছে। প্রতিবন্ধীর প্রতিবন্ধকতা কারো বোঝা নয়, সঠিক যত্ন ধৈর্য ও পরিচর্যা পেলে এরাও বদলে দিতে পারে সমাজ, সংসার ও পরিবার। সমাজের মানুষের শুভ দৃষ্টি ও রাষ্ট্রের সামান্য সহযোগিতা পেলে অন্য দশজন সুস্থ ও স্বাভাবিক মানুষের মতই দেশ...