দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ সবগুলো মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। লেনদেনে যেকটি সিকিউরিটিজের দর বেড়েছে, তার চেয়ে বেশি সংখ্যকের দর কমেছে। তবে সার্বিক লেনদেন সামান্য বেড়ে একদিন পর পুনরায় ৭০০ কোটির ঘর অতিক্রম করেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৭ পয়েন্ট কমে ৫ হাজার ৪৯২ পয়েন্টে অবস্থান নিয়েছে। গতকাল মঙ্গলবার লেনদেন শেষে যা ৫ হাজার ৫১০ পয়েন্টে ছিল। আর ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৩ পয়েন্ট কমে ১ হাজার ১৯১ পয়েন্টে অবস্থান করছে গতকাল মঙ্গলবার যা ১ হাজার ১৯৪ পয়েন্টে ছিল। এছাড়া, ডিএসইর বাছাই করা ৩০ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে ২ হাজার ১২৭ পয়েন্টে নেমেছে। আগের দিন সূচকটির অবস্থান ছিল...