মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় অবস্থিত মতিলাল সরকারী ডিগ্রি কলেজে শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। কলেজে ৩১ জন শিক্ষকের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ১৭ জন। বিভিন্ন বিষয়ে পর্যাপ্ত শিক্ষক না থাকায় ব্যাহত হচ্ছে পাঠদান। এতে কিছু বিষয়ে খন্ডকালীন শিক্ষক দিয়ে কার্যক্রম চালিয়ে নেওয়ায় প্রতি মাসে অতিরিক্ত বেতন দিতে হচ্ছে। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত কলেজটি সরকারি জাতীয়করণ হয় ২০১৮ সালে। প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রায় ১৫০০ শিক্ষার্থী জন্যে নেই পর্যাপ্ত শিক্ষক। শিক্ষক সংকটের কারণে নিয়মিত ক্লাস নিতে হিমশিম খাচ্ছেন শিক্ষকরা। এতে শিক্ষার্থীদেও পাশাপাশি হতাশ অভিভাবকরাও। তাই দ্রুত পর্যাপ্ত শিক্ষক পদায়নের দাবি কলেজ কর্তৃপক্ষের। কলেজের তথ্য মতে, উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি দুইটি স্তর রয়েছে কলেজটিতে। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শাখা বর্তমান চালু রয়েছে। সব মিলিয়ে ৩৫টি বিষয়ে পাঠদান করা হয়। কলেজের প্রায় ১৫০০...