১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪০ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪০ পিএম ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। অভিযুক্ত ব্যক্তিকে বাবাক শাহবাজি নামে চিহ্নিত করা হয়েছে। বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই তথ্য জানিয়েছে। ইসরাইলের সঙ্গে কয়েক দশক ধরে চলা ছায়াযুদ্ধে জড়িয়ে পড়া ইরান ইসরাইলের মোসাদ গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পর্কিত এবং দেশে তাদের হয়ে কার্যক্রম পরিচালনার জন্য দায়ী অনেক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে। ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত ইরানিদের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা চলতি বছরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। নতুন করে একজনের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণার নিয়ে সাম্প্রতিক মাসগুলিতে কমপক্ষে নয়জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে শাহবাজি ২০২২ সালের গোড়ার দিকে ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে জুন মাসে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরেক আসামি ইসমায়েল ফেকরির সঙ্গে কাজ করেছিলেন। শাহবাজির বিরুদ্ধে...