হংকংকে হারিয়ে এশিয়া কাপের মিশন শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে হেরে চাপে পড়ে যায় টাইগাররা। ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপে এবারের আসরে তৃতীয় ম্যাচে নামার আগে বাংলাদেশের সামনে সমীকরণ ছিল-হারলেই বিদায় নিশ্চিত। এমন কঠিন সমীকরণের ম্যাচে আফগানদের বিপক্ষে উড়ন্ত সূচনার পরও ১৫৪ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। মাঝারি এই স্কোর নিয়েই নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানদের দুর্দান্ত বোলিংয়ে ৮ রানের জয় পায় বাংলাদেশ। এই জয়ে এশিয়া কাপের সুপার ফোরে ওঠার আশা টিকে আছে। সমীকরণ এখন এমন- শ্রীলংকা-আফগানিস্তান ম্যাচে আফগানরা যদি হেরে যায় তাহলে শ্রীলংকার সাথে সুপার ফোরে চলে যাবে বাংলাদেশ। কিন্তু আফগানিস্তান যদি জিতে যায় তাহলে অনেক সমীকরণের মধ্য দিয়ে সুপার ফোরে যেতে হবে বাংলাদেশকে। তাইতো আফগানিস্তান–শ্রীলংকা ম্যাচে না থেকেও পুরোপুরিভাবে আছে বাংলাদেশ। তাই গুলবাদিন...