জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছাতে না পারলে গণভোট ছাড়া কোনো বিকল্প থাকবে না বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। বুধবার জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা সভায় তিনি বলেন, সংবিধান পরিবর্তন, সংস্কার, সংশোধন, নতুন করে লেখা বা সংবিধান বাতিলের চূড়ান্ত ক্ষমতা জনগণের হাতে। আমরা ঐক্যবদ্ধ মতামতের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করেছি, যদিও কয়েকটি বিষয়ে কারও কারও ভিন্নমত আছে। কিন্তু চূড়ান্তভাবে কী হবে, তার সিদ্ধান্ত নেবে জনগণ। তিনি আরও বলেন, কমিশনের প্রস্তাবে জুলাই ঘোষণাপত্রের ২২ নম্বর অনুচ্ছেদ রেফারেন্স আকারে উল্লেখ করায় কিছু রাজনৈতিক দল ও নেতা সনদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এ প্রসঙ্গে মঞ্জু প্রশ্ন রেখে বলেন, আজ যারা সনদ নিয়ে প্রশ্ন তুলছেন, কাল তারা সংসদে গিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করবেন এবং তখন কি এটিকে...