গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ইসরাইলি পণ্যের ওপর বিদ্যমান মুক্ত-বাণিজ্য সুবিধা স্থগিত করার প্রস্তাব করেছে ইউরোপীয় কমিশন । তবে এখনো এই পদক্ষেপ পাস করার মতো পর্যাপ্ত সমর্থন ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে নেই। বুধবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল। ইইউ পররাষ্ট্র নীতি প্রধান কায়া ক্যালাস আরও একটি নিষেধাজ্ঞা প্যাকেজ প্রস্তাব করেছেন, যাতে ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির, অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ, সহিংস বসতি স্থাপনকারীদের পাশাপাশি হামাস সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্যালাস বলেন, ‘আমি খুব স্পষ্ট করে বলতে চাই—এর লক্ষ্য ইসরাইলকে শাস্তি দেওয়া নয়। লক্ষ্য হচ্ছে গাজার মানবিক পরিস্থিতির উন্নতি ঘটানো। যুদ্ধের অবসান ঘটাতে হবে, কষ্ট থামাতে হবে এবং সব জিম্মিকে মুক্তি দিতে হবে।’ আরও পড়ুনআরও পড়ুনইসরাইলকে বাদ না দিলে ইউরোভিশন বয়কট করবে স্পেন অন্যদিকে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’র...