১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৭ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৮ পিএম দেশের মার্শাল আর্ট জগতে পরিচিত নাম মো: সাইফুল্লাহ কবির নাহিদ। জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। এই ক্রীড়াবিদ শৈশব থেকেই খেলাধুলায় ছিলেন বিদ্যুত্সাহী। বিশেষ করে তায়কোয়ান্দোর প্রতি তার ঝোঁকই জীবনকে বদলে দিয়েছে। অল্প বয়সে এ খেলায় যুক্ত হয়ে তিনি শুধু জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক মঞ্চেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। নাহিদের ক্যারিয়ারে সবচেয়ে গর্বের মুহূর্ত ছিল ২০১৬ সালের ১২তম দক্ষিণ এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে অংশগ্রহণ। এছাড়া তিনি কোরিয়া কাপ তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ, কাঠমান্ডু ইন্টারন্যাশনাল তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ, ভুটান ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় লড়েছেন। ২০১৪ সালে কোরিয়ান অ্যাম্বাসেডর কাপ তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে তিনি পদক জিতে বাংলাদেশের নাম উজ্জ্বল করেন। জাতীয় পর্যায়ে অংশ নিয়েছেন কুক্কিওন কাপ, জাতীয় তায়কোয়ান্দো প্রতিযোগিতা এবং ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ...