বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদল চায় যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আসুক বলে জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চোধুরী। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়ন অফিসে প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির বৈঠক শেষে তিনি এই কথা জানান। আমীর খসরু বলেন, বাংলাদেশ ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের দিকে যাচ্ছে। দেশ যে গণতন্ত্রের দিকে যাচ্ছে তাতে ইউরোপীয় ইউনিয়ন সন্তুষ্ট। যত তাড়াতাড়ি বাংলাদেশ গণতন্ত্রের দিকে যাবে সেই বিষয়ে আমাদের মধ্য আজকের বৈঠকে আলোচনা হয়েছে। এটার প্রেক্ষাপটে আমরা কি করতে যাচ্ছি এবং তারা কি করবে তা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, শেষ কথা হলো বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের একটা গণতন্ত্র ফিরে আসুক তারা তা চায়। আমরা যারা বিশ্বজুড়ে গণতন্ত্রকামী মানুষ সবাই চাচ্ছে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক। সবাই মিলে...