দুবাইয়ের গরম হাওয়ার মতোই উত্তাপ ছড়াচ্ছে এশিয়া কাপের গ্রুপ ‘এ’। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তানের শেষ গ্রুপ ম্যাচ হওয়ার কথা আজ, অথচ ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগে পর্যন্ত অনিশ্চয়তা ঘিরে ধরল টুর্নামেন্টকে। শেষ পর্যন্ত ঘোষণা এলো—ম্যাচ এক ঘণ্টা পিছিয়ে শুরু হবে, তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়ে দিয়েছে, শর্ত পূরণ না হলে হয়তো দল নামবেই না মাঠে।লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে মুখপাত্র আমির মির সংবাদ সম্মেলনে জানান, ম্যাচটি রাত ৮টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা। তবে শর্ত পরিষ্কার—জিম্বাবুয়ের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে সরাতে হবে। না হলে পাকিস্তান খেলবে না।সব বিতর্কের সূচনা অবশ্য ভারত ম্যাচে। রোববারের ভারত-পাকিস্তান ম্যাচের পর থেকেই তৈরি হয়েছে টানটান পরিস্থিতি। ম্যাচ শেষে প্রথাগত হাত মেলানো হয়নি দুই দলের খেলোয়াড়দের মধ্যে। ভারতীয়দের এড়িয়ে যাওয়া, পাকিস্তানি ক্রিকেটারদের ক্ষোভ এবং এরপর অধিনায়ক সালমান...