১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৫ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৫ পিএম পঞ্চগড়ে প্রতিবন্ধী ও প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (১৭সেপ্টেম্বর) বিকালে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তাদেরকে এ উপকরন বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ। তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বর্তমান সরকার প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। এ সহায়ক উপকরণ তাদের জীবনমান উন্নত করতে সহায়ক ভূমিকা রাখবে। অনুষ্ঠানে পঞ্চগড় জেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে ৩২ জন উপকারভোগীর মাঝে ট্রাইসাইকেল ৫টি, হুইলচেয়ার ২১টি, ওয়াকার ৩টি, অক্সিলারি ২ জোড়া এবং এলবো ১টি দেওয়া হয়।...