আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ‘ব্যক্তিগত বিদ্বেষ ও জিঘাংসার’ কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন কিনা, সেই প্রশ্ন তাকে করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আইনজীবী। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের একক বেঞ্চে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহমুদুর রহমানের জেরা শেষ হয়। সোমবার এই বেঞ্চে তার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। মঙ্গলবারও দিনের প্রথমার্ধে সাক্ষ্য চলে। এরপর শুরু হয় জেরা। পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন এদিন মাহমুদুর রহমানকে জেরা করেন। দীর্ঘ সাক্ষ্যের প্রতিটি অভিযোগ ধরে ধরে সাক্ষীকে জেরা করেন আইনজীবী। সাক্ষী মাহমুদুর রহমান নিজের লেখা কয়েকটি বইয়ের কথা সাক্ষ্যে বলেছিলেন। সেগুলো হল– ‘হাসিনার ফ্যাসিবাদ নির্বাসন থেকে দেখা’, ‘গুমের জননী’, ‘The Political History of...