নিজস্ব প্রতিবেদক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ উদযাপন করছেন তার ৭৫তম জন্মদিন। দিনটিকে ঘিরে দেশজুড়ে চলছে উৎসবমুখর পরিবেশ। রাজনীতিবিদ, ক্রীড়া তারকা, বিনোদন জগতের মানুষসহ সমাজের সর্বস্তরের মানুষ শুভেচ্ছা জানাচ্ছেন এই বর্ষীয়ান নেতাকে। তবে জন্মদিনের সবচেয়ে চমকপ্রদ শুভেচ্ছাটি এসেছে দেশের বাইরে থেকে— বিশ্ব ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসির পক্ষ থেকে। আর্জেন্টাইন মহাতারকা মেসি মোদির জন্মদিন উপলক্ষে তাকে উপহার দিয়েছেন একটি স্বাক্ষরিত ২০২২ কাতার বিশ্বকাপ জার্সি। এই ঐতিহাসিক জার্সিটি সেই স্মরণীয় বিশ্বকাপ জয়ের প্রতীক, যা মেসিকে নিয়ে গিয়েছিল ফুটবলের সর্বোচ্চ শিখরে। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। তিনি বলেন,"প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে মেসি স্বাক্ষরিত একটি জার্সি পাঠিয়েছেন। আমরা ভবিষ্যতে মেসির সঙ্গে মোদির সাক্ষাৎ করানোর চেষ্টা করব।" শুধু শুভেচ্ছা ও উপহারেই থেমে থাকেননি মেসি। তিনি জানিয়েছেন, ভারতীয় ফুটবলপ্রেমীদের ভালোবাসার প্রতিদান দিতে...