রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রচারণায় উৎসবমুখর ক্যাম্পাস। তৃতীয় দিনে সকাল থেকে চলছে জমজমাট প্রচার–প্রচারণা। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে শুরু করে বিভিন্ন বিভাগে ছুটছেন প্রার্থীরা। ভোটারদের আকৃষ্ট করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।আবাসন সংকট, নিরাপত্তা, সাইবার বুলিং ইস্যুগুলোর ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন প্রার্থীরা। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন প্যানেলের শিক্ষার্থীরা প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ আসেনি জানিয়ে নির্বাচন কমিশনের আশ্বাস, অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রাকসু নির্বাচনের একজন প্রার্থী বলেন, ‘প্রচারণার জন্য কোনো বাধার সম্মুখীন হচ্ছি না। বা এরকম প্রতিবন্ধকতার কিছু পাইনি। শিক্ষার্থীদের সহযোগিতা পাচ্ছি। প্রচার প্রচারণায় আমি বেশ সাড়াও পাচ্ছি।’ আরেক প্রার্থী বলেন, ‘আমার পক্ষে আসলে সবার কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না। কিন্তু আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি। সাধারণ শিক্ষার্থীদের হয়ে কাজ...