দেশি-বিদেশি স্বার্থান্বেষী গোষ্ঠীর যোগসাজশেও উন্নয়ন প্রকল্পের ব্যয় বাড়ে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি আরও মন্তব্য করেন, বিষয়টি গবেষণার দাবি রাখে। বুধবার রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে উপদেষ্টা সাংবাদিকদের জানান, সামনের সপ্তাহেই সরকারি কেনাকাটার সংশোধিত বিধিমালার গেজেট হবে। এতে কেনাকাটায় স্বচ্ছতা বাড়বে, কমবে ঠিকাদার সিন্ডিকেটের দৌরাত্ম্য। অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বুধবার একনেক সভায় অনুমোদন দেওয়া হয় ১৩ প্রকল্প। যা বাস্তবায়নে ব্যয় হবে ৮ হাজার ৩৩৩ কোটি টাকা। সবচেয়ে বড় খুলনার পানি সরবরাহ প্রকল্পে খরচ ২ হাজার ৫৯৮ কোটি। সভায় ২ মাসের মধ্যে সারাদেশে সরকারি খাস জমির পূর্ণাঙ্গ তথ্যভান্ডার গড়ে তোলার সিদ্ধান্ত হয়। এতে উন্নয়ন প্রকল্পে জমি অধিগ্রহণের চাহিদা কমবে বলে মনে করছে সরকার। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা বলেন, সরকারি অনেক কর্মকর্তাই এখন প্রকল্প...