ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। মামলায় ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদুজ্জামান বাদী হয়ে এ মামলা করেন। মামলায় নিক্সন চৌধুরীকে এক নম্বর ও দুই নম্বর আসামি করা হয়েছে হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মিয়াকে। এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ভাঙ্গা থানায় হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। এদিকে একই দিনে উপজেলা কমপ্লেক্সেও ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা না হলেও মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এ ব্যপারে বক্তব্য জানতে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেনের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। থানায় হামলা-ভাঙচুর ঘটনায়...