বাংলাদেশের গণতন্ত্র যেখানে হাঁটেতই শেখেনি সেখানে পিআর পদ্ধতিতে নির্বাচন ধ্বংসাত্মক এবং মানুষের জন্য তা বিভ্রান্তিমূলক হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বুধবার (১৭ সেপ্টেম্বর) নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। রুহুল কবির রিজভী বলেন, আমাদের দেশের গণতন্ত্র এখনো হাঁটাই শেখেনি। যখনই গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, আমরা গণতন্ত্র পেয়েছি বা হাঁটা শুরু করেছি সেই সময়ই বাকশাল-শেখ হাসিনার মুক্তিযুদ্ধের চেতনাসহ বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। পিআর পদ্ধতি নিয়ে বিএনপি নেতা বলেন, যেখানে বাংলাদেশের গণতন্ত্র পরিপক্ব রূপই লাভ করেনি সেখানে পিআর পদ্ধতি নির্বাচন হবে ধ্বংসাত্মক এবং মানুষের জন্য বিভ্রান্তিমূলক। হয়তো কিছু স্বার্থান্বেষী রাজনৈতিক দল বা মহল নিজেদের সুবিধার জন্য এই বিষয়টিকে এখন প্রাধান্য দিতে চাচ্ছে। পিআর পদ্ধতি ইসরায়েল এবং...