শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর নিজেদের হাতে যা যা করার ছিল তা করে ফেলেছে বাংলাদেশ। তানজিদ তামিমের ছোট্ট ঝড়ো ইনিংস, নাসুম-রিশাদদের স্পিন আর মোস্তাফিজ-তাসকিনের পেসে ভর করে আফগানিস্তানকে গতকাল হারিয়ে দিয়েছে বাংলাদেশ। এখন বাকিটুকু আগামীকালের লঙ্কা-আফগান ম্যাচের উপর নির্ভরশীল। শ্রীলঙ্কা জিতলে কিংবা ম্যাচটি পরিত্যক্ত হলেই কেবল সুপার ফোরে যেতে পারবে বাংলাদেশ। আমিরাত থেকে গতকালের ম্যাচসেরা নাসুম আহমেদও তাই সবকিছু ছেড়ে দিলেন নিয়তির হাতে। মঙ্গলবার রাতে প্রথমবারের মতো একাদশে সুযোগ পেয়ে ১১ রানে ২ উইকেট নিয়ে হন ম্যাচসেরা হন নাসুম। তাতে বাংলাদেশও ম্যাচ জেতে ৮ রানের ব্যবধানে। বুধবার বাংলাদেশ দল আবুধাবির পার্ক রোটানা হোটেল ছেড়ে গিয়ে উঠেছে দুবাইয়ে। ওই সফরের আগে টিম হোটেলের বাইরে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নাসুম। শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ নিয়ে নাসুমের মন্তব্য, 'যে ভালো খেলবে ওই জিতবে। এগুলা নিয়ে...