মো: আনিছুর রহমান বেনাপোল প্রতিনিধি:বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের খামখেয়ালী অব্যবস্থাপনা ও পরিকল্পনার অভাবে কোটি কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। আর সেই সাথে কোটি কোটি টাকার পণ্য পচে পোকায় কেটে নষ্ট হয়ে গেলেও সে দিকে নেই কোন খেয়াল।ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের নিকট থেকে রেখে দেওয়া পণ্য বছর এর পর বছর পড়ে থেকে পচে গলে দুর্গন্ধ হলেও নেই কোন নজরদারি। পণ্য রাখার জায়গার অভাবে কর্মকর্তাদের অফিস কক্ষে বারান্দায় ছড়িয়ে ছিটিয়ে রেখেও দেশের ভাবমুত্র্ িনষ্ট করছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। দেখলে মনে হয় এই প্রতিষ্ঠানটির কোন অভিভাবক নেই। যেমন খুশি তেমন ভাবে চলছে নেই কারো কোন দায়ভার। বেনাপোল চেকপোষ্ট কাস্টমস কর্তৃপক্ষ ভারত থেকে আসা যাত্রীদের নিকট থেকে যে সব পণ্য রেখে দেয় তা চলে যায় বেনাপোল কাস্টমস হাউসে। এরপর সেখান থেকে...