‘আখি মিল্ক ক্যান্ডি’ নামের চকলেট খেয়ে গাজীপুরের কাপাসিয়ার কাশেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। কাশেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝরনা আক্তার বলেন, ‘আমাদের বিদ্যালয়ের আশপাশে কোনও দোকান নেই। তবে পাশের একটি বাড়িতে শিশুদের খাবার সামগ্রী বিক্রি করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা ওই বাড়ি থেকে চকলেট কিনে এনে খায়। দুপুরের দিকে বিদ্যালয়ের ১৬ জন শিক্ষার্থী বমি করতে থাকে। পরে উপজেলা শিক্ষা অফিসারের সঙ্গে পরামর্শ করে তাদের হাসপাতালে পাঠিয়েছি।’ ঝরনা আক্তার বলেন, ‘চকলেটগুলোর মোড়কে আখি মিল্ক ক্যান্ডি লেখা ছিল। তবে মোড়কে এগুলো তৈরি এবং মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছিল না। চকলেটগুলো একেবারে নরম এবং গলা অবস্থায় ছিল।’ স্থানীয় অভিভাবকরা অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের পাশে দোকান...