যুবদল নেতার বাবার লাইসেন্সে ওএমএস চাল আত্মসাতের অভিযোগ NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। কিশোরগঞ্জ: ইটনা উপজেলায় গরিব মানুষের জন্য বরাদ্দ করা ওপেন মার্কেট সেল (ওএমএস) চাল আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. দেলোয়ার মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ ৭২ বস্তা চালসহ একটি ট্রলার আটক করেছে।পুলিশ জানায়, বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটা থেকে এগারোটার দিকে উপজেলার বাদলা বাজার এলাকা থেকে চালগুলো আটক করা হয়। চালগুলো তাড়াইল বাজারে পাচারের সময় বাদলা পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্রের সদস্যরা অভিযান চালিয়ে ট্রলারসহ চাল জব্দ করে।স্থানীয় সূত্রে জানা গেছে, দেলোয়ার মিয়া তার পিতা জানু মিয়ার নামে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ওএমএস লাইসেন্স সংগ্রহ করেন। ওই লাইসেন্সের আওতায় তিনি ব্যবসায়িক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। অভিযোগ...