টাঙ্গাইলের সখীপুরে নকল টমেটো সস কারখানার সন্ধান মিলেছে। উপজেলার প্রতিমাবংকী পূর্বপাড়া এলাকায় 'জহির ফুড ইন্ড্রাস্ট্রিজ' নামের কারখানটি অবস্থিত। কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল্লাহ আল রনী। কারখানার মালিক জহির রায়হান এর আগেও ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি হয়েছেন এবং জরিমানা দিয়েছেন বলেও জানা গেছে। জানা যায়, অভিযোগ রয়েছে ওই কারখানায় দীর্ঘদিন ধরে ব্যবহার অনুপযোগী রং মেশানো বিপুল পরিমান টমেটো সস্, জুস, লাচ্ছি, চানাচুরসহ বিভিন্ন ধরনের ভেজাল ও নকল পণ্য তৈরি ও বাজারজাত করে আসছিলেন। পণ্যগুলোতে নানা ধরনের কেমিক্যাল ও রং মিশিয়ে তৈরি করা হচ্ছিল। তবে ভ্রাম্যমাণ আদালতের কাছে কারখানার মালিক জহির রায়হান দায় স্বীকার করেছেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা...