জীববৈচিত্র সমৃদ্ধ গাজীপুর সাফারি পার্ক ক্রমেই তার জৌলুস হারাচ্ছে। এক সময় যেখানে সাধারণ মানুষের ব্যাপক সমাগম হতো, এখন সেখানে দর্শনার্থী হাতেগোনা। এর জন্য অব্যবস্থাপনা, প্রাণীদের প্রতি অবহেলা আর সঠিক তদারকির অভাবকে দায়ী করেছে সাধারণ মানুষ। ঢাকা ও আশপাশের এলাকা থেকে সারাদিন পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর একটি আদর্শ জায়গা এই সাফারি পার্ক। কিন্তু রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার অভাবে বহু স্থাপনা নষ্ট ও বিভিন্ন প্রজাতির প্রাণী মারা যাওয়াসহ রোগাক্রান্ত হয়ে পড়ছে। এতে দিন দিন কমছে দর্শনার্থী। বর্তমানে পার্কে বেহাল অবস্থা দেখা দিয়েছে। জানা গেছে, গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ইন্দ্রপুরে ৪ হাজার ৯০৯ একর ভূমির মধ্যে ৩ হাজার ৮১৯ একর জায়গাজুড়ে গড়ে ওঠা সাফারি পার্কটি ছোট ছোট টিলা ও শালবন সমৃদ্ধ। থাইল্যান্ডের সাফারি ওয়ার্ল্ডের অনুকরণে তৈরি সাফারি পার্কটি ২০১৩ সালে চালু করা...