গ্রাহকদের জমা দেওয়া গ্যাস ও পানির বিলের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় চট্টগ্রামের সাবেক এক ব্যাংক কর্মকর্তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডিত তাজকেরাতুন নেছা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের হালিশহর শাখার জুনিয়র ক্যাশ অফিসার ছিলেন। অভিযোগ ওঠার পর তাকে বরখাস্ত করা হয়। বুধবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান তার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করেন। দুদকের পিপি মুহাম্মদ কবির হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিলের টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণ হওয়ায় একটি ধারায় তিন বছর ও আরেকটি ধারায় দুই বছরের সাজা দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ৩ লাখ ১২ হাজার ৬৬৪ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তাজকেরাতুন নেছা পলাতক থাকার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানান পিপি কবির হোসাইন। আদালতের নথি অনুযায়ী, ২০১৮ সালের ২৮ মার্চ থেকে ১৭ সেপ্টেম্বর...