বাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্স সাত দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল’ শীর্ষক যৌথ মহড়া চলছে চট্টগ্রামে। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটিতে মহড়ার ষষ্ঠ দিনে আকাশ, স্থল ও যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন ধরনের মহড়া চালানো হয়। এ মহড়ার মাধ্যমে যুদ্ধক্ষেত্রে গুরুতরভাবে আহত রোগী পরিবহণ এবং এক বিমান থেকে অন্য বিমানে রোগী স্থানান্তর অনুশীলনের মাধ্যমে জরুরি চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। এর আগে বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটিতে আনুষ্ঠানিকভাবে মহড়ার কার্যক্রম শুরু হয়। এতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মোট ২৪২ সদস্য অংশ নিয়েছেন। এর মধ্যে বাংলাদেশ বিমানবাহিনীর ১৫০ এবং যুক্তরাষ্ট্রের ৯২ সদস্য রয়েছেন। মহড়ায় যুক্তরাষ্ট্রের দুটি সি-১৩০জে পরিবহণ বিমান, বাংলাদেশ বিমানবাহিনীর একটি সি-১৩০জে পরিবহণ বিমান ও একটি এমআই-১৭ হেলিকপ্টার অংশ নিচ্ছে। পাশাপাশি সেনা ও নৌবাহিনীর সদস্যরাও যুক্ত হয়েছেন। অনুশীলনে...