চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচে আজারবাইজানের ক্লাব কারাবাগের বিপক্ষে ৩-২ গোলে পরাজয়ের পর কোচ ব্রুনো লাগেকে বরখাস্ত করে বেনফিকা। নতুন কোচ হিসেবে স্বদেশী হোসে মরিনহোকে নিয়োগ দিতে চলেছে পর্তুগিজ ক্লাবটি। পর্তুগিজ গণমাধ্যমে খবর, ৪৯ বর্ষী লাগের স্থানে অভিজ্ঞ মরিনহোকে খুব করে চাচ্ছে বেনফিকা। ক্লাবটি এরমধ্যে বিবৃতি দিয়ে জানিয়েছে, লাগের চুক্তি বাতিল করে সমোঝোতায় পৌঁছেছে বেনফিকা। আগস্টে টার্কিশ ক্লাব ফেনেরবাচ থেকে বরখাস্ত হন মরিনহো। চ্যাম্পিয়ন্স লিগে প্লে-অফে বেনফিকার বিপক্ষে হারেই ফেনেরবাচের ইউরোপসেরার মঞ্চে খেলার স্বপ্নভঙ্গ হয়। ২০২৪ সালের ৭ জুলাই ফেনেরবাচের দায়িত্ব নেয়ার পর ৬২ ম্যাচে ডাগআউটে ছিলেন মরিনহো। পর্তুগিজ ক্লাব পোর্তো ও ইন্টার মিলানকে ট্রেবল জেতানো...