কক্সবাজার: কক্সবাজারে স্থবির হয়ে পড়া ভূমির দলিল নিবন্ধন আলোর মুখ দেখেছে। বাতিল হয়েছে কক্সবাজার জেলায় ভূমির দলিল নিবন্ধনে বাড়তি উৎসে কর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদের ঐকান্তিক প্রচেষ্টায় কক্সবাজারের মানুষের ওপর চাপিয়ে দেওয়া ভূমি নিবন্ধনে আকাশচুম্বী উৎসে করের সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে। এতে করে কক্সবাজার জেলাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। সূত্র জানায়, বিগত আগস্ট মাসে বাংলাদেশ দলিল লেখক সমিতি কক্সবাজার জেলা শাখার নেতারা কক্সবাজারবাসীর এ মহাসংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুই দফা কক্সবাজারের সন্তান সালাহউদ্দিন আহমদের শরণাপন্ন হন। তিনি বিষয়টির গুরুত্ব অনুধাবন করে কক্সবাজারে ভূমির দলিল নিবন্ধনে আকাশচুম্বী উৎসে কর বাতিলে সে সময় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, জাতীয় নিবন্ধন মহাপরিদর্শক, ভূমি সচিব ও অর্থ মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে দফায় দফায় কথা বলেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। তারই...