আহান পান্ডে এবং অনিত পাড্ডা অভিনীত ‘সাইয়ারা’ ছবির অসাধারণ সাফল্যের পর এবার দ্বিতীয় ছবির জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন অনিত পাড্ডা। একজন অসুস্থ প্রেমিকার চরিত্রে অভিনয় করার পর এবার একেবারে নতুন রূপে ধরা দিতে চলেছেন এই ২২ বছর বয়সী অভিনেত্রী।জানা গেছে, অনিত পাড্ডা অভিনয় করবেন একটি কোর্টরুম ড্রামা সিনেমায়, যেখানে তিনি একজন তরুণীর চরিত্রে অভিনয় করবেন। এই চরিত্রের মূল গল্প ঘুরে বেড়াবে ন্যায়বিচারের লড়াই নিয়ে, যেখানে তিনি পুরো সিস্টেমের সঙ্গে লড়াই করবেন।এ সিনেমায় অর্জুন মাথুর এবং ফাতিমা সানা শেখের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন অনিত। আইনি লড়াইয়ের পটভূমিতে নির্মিত এ সিনেমা সাহস, সত্য ও ন্যায়বিচারের গল্প তুলে ধরবে।বিশেষভাবে জানা গেছে, সিনেমায় অনিত অভিনয় করবেন এমন একজন নারী চরিত্রে, যাকে প্রভাবশালী আধ্যাত্মিক নেতার দ্বারা নির্যাতন এবং অন্যায়ের শিকার হতে হয়। সিনেমার গল্পে...