বেশকিছু দিন ধরেই অভিনয়ে নিয়মিত নন তিনি। ধর্মীয় অনুশীলন ও কনটেন্টে মন দিয়েছেন ইউটিউবার ও অভিনেতা হিসেবে পরিচিত তামিম মৃধা। তার বাহ্যিক রূপেও এসেছে বড় পরিবর্তন। সাম্প্রতিক সব ছবিতেই তাকে দেখা গেছে লম্বা দাড়িতে। মঙ্গলবার বিকেলে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন তামিম মৃধা। যে ছবিতে তিনি দাঁড়িয়ে আছেন পবিত্র কাবাঘরের সামনে। ছবিটি পোস্ট করে এই অভিনেতা জানিয়েছেন নিজস্ব অনুভূতির কথা। জানা গেছে, সম্প্রতি তিনি পবিত্র উমরাহ পালনে সৌদি আরব গিয়েছিলেন। সেসময়ের তোলা ছবি এটি। যার ক্যাপশনে তামিম লেখেন, “আমাকে অনেকেই জিজ্ঞেস করে, এখন আমার রিজিকের কী অবস্থা। আমি ভাবি, রিজিক নয় আসলে কি? এইযে আমি ভাবছি, ঘুমাচ্ছি, কথা বলছি, হাঁটছি, শান্তি পাচ্ছি, সন্তুষ্ট হতে পারছি— এই সবকিছুই তো আমার রিজিক!” পরে তিনি আরো লিখেন,“সেই রিজিক নিয়েই আমি আমার সবথেকে প্রিয়...