জুলাই গণহত্যায় শেখ হাসিনার পাশাপাশি সেনা, পুলিশ ও বিজিবির যারা মানবতাবিরোধী অপরাধ করেছে প্রত্যেকের বিচার নিশ্চিত করতে হবে বলে ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষ্যে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার পর তিনি নিজেই সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় নাহিদ জানান, জুলাই গণহত্যায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ছাড়াও পুলিশ এবং অন্যান্য বাহিনীর ভূমিকা নিয়ে সাক্ষ্যগ্রহণে কথা বলেছেন তিনি। নাহিদ ইসলাম বলেন, ‘পুলিশের ভূমিকা, ছাত্রলীগের ভূমিকা, অন্যান্য বাহিনীর ভূমিকা, আওয়ামী লীগের রাজনৈতিক নেতাদের বক্তব্য এবং...